Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক স্থান থেকে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ডেমরা থানার পৃথক স্থান থেকে স্কুলছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃতরা হলেন- স্কুলছাত্রী লামিয়া আক্তার (১৫) ও আয়েশা আক্তার নিপা (৩০)।

মৃত আয়েশা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকার একটি বাসায় থাকতেন এবং লামিয়ার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার আউয়ার খানবাড়ি এলাকায়। বর্তমানে ডেমরা বামৈল পূর্বপাড়া এলাকায় থাকতো তারা। তার বাবার নাম মো. মনির হোসেন। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।

বিজ্ঞাপন

ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, বিকেলে খবর পেয়ে ডেমরা বামৈল পূর্বপাড়ার বাসা থেকে স্কুলছাত্রী লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। সে বাসায় ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় বলে পরিবার থেকে জানা গেছে। লামিয়া একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। একই এলাকার একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। পরিবার সেই ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় লামিয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈই জানান, বিকেলে খবর পেয়ে ডেমরা সারুলিয়ার বাসা থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।

আয়েশার পরিবার জানায়, আয়েশার স্বামী মো. রাশেদ সৌদি প্রবাসী। প্রায় ১২ বছর আগে বিয়ে হয় তার। ডেমরা বাবার বাসায় থাকতেন। কোনো সন্তান ছিল না তাদের। এসব বিষয় নিয়ে বিষণ্ণতায় ছিলেন তিনি। আজকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর