বরিশাল: বরিশালের বাকেরগঞ্জের তুলাতলা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরসমদ্দী বালিগ্রাম সংলগ্ন তুলাতলা নদীর পূর্ব-দক্ষিণ পাড়ে মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাকেরগঞ্জে নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ২১:১৮
৩ অক্টোবর ২০২৫ ২১:১৮
সারাবাংলা/এইচআই