Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ধানখেত থেকে মরদেহ উদ্ধার ‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৬:০৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৭:১০

প্রতীকী ছবি

‎পাবনা: ‎পাবনার ঈশ্বরদী উপজেলার একটি ধানখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিরাজুল ইসলাম সিরাজ (৫২) ফতেমোহাম্মদপুর এলাকার প্রামাণিক পাড়ার কেডি আহম্মেদের ছেলে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী থানার এসআই রফিকুল ইসলাম জানান, রবিবার (৫ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকার বেনারসি পল্লীর পাশে একটি ধানখেতে সিরাজুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, নিহত সিরাজুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। সে সারা রাত ঘুরে বেড়াত। তবে তার মৃত্যুর কারণ ময়না তদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

ঈশ্বরদী মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর