Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে নিখোঁজ তিন কিশোরীর একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ১৬:২৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন কিশোরীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় এখনো দুই কিশোরী নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কিশোরী নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজির পর শনিবার রাতে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তার নাম-মনিরা আক্তার (১২)। সে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজ অপর দুই কিশোরী হলো, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০)। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

এদিকে রোববার (৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্তনা দেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী খালাতো বোনের বিয়ের দাওয়াতে বেড়াতে আসে। পরে শনিবার দুপুরে তারা দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: জানে আলম বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল গতরাতে একজনের মরদেহ উদ্ধার করেছে সক্ষম হয়েছে। বাকি দুইজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

সারাবাংলা/জিজি

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

৫ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত
৫ অক্টোবর ২০২৫ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর