Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা
বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত-একদিনের শোক ঘোষণা

জবি করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৩:১৮

ছবি কোলাজ: সারাবাংলা

জবি: টিউশনি করতে এসে ছুরিঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন খুনের ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনর্মিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করব। আর আগামী ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিল সেটা স্থগিত করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম জোনায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর