বগুড়া: বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিন দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশের ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে।
জানা যায়, উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশের একটি ডোবায় সেকেন্দার আলীর ভাসমান মরদেহ দেখতে পান। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।