Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩

প্রাইভেটকারের দিকে এগিয়ে আসা দুর্বৃত্তরা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

প্রাইভেটকারের মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত তাদের গাড়ির সামনে এসে গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা নগদ ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ি চালক হিমেলকে মারধর করে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ডাকাতির পুরো ঘটনাটি গাড়িতে থাকা বাপ্পি নামে এক যাত্রী মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর