ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টার পর শুনানি শুরু করে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।
এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।
উল্লেখ্য, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ পরবর্তী ৭১ থেকে ১৪০ পর্যন্ত শুনানি শুনবে নির্বাচন কমিশন।
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে
স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১২:৫৪
১১ জানুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১২:৫৪
সারাবাংলা/এনএল/ইআ