Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১২:৫৪

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে।

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎রোববার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টার পর শুনানি শুরু করে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

‎এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

‎নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

‎উল্লেখ্য, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। গতকাল ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ পরবর্তী ৭১ থেকে ১৪০ পর্যন্ত শুনানি শুনবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর