Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের টাকাসহ গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের সার্ভেয়ার কারাগারে


৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১১

ঢাকা: ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার নৌ-পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। তবে আদালতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ হাতে হাতেনাতে গ্রেফতার করে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল।

আসামির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় থেকে একটি টিম গঠন করা হয়। এরপর সোমবার মির্জা সাইফুর রহমান এমএস শিপিংয়ের কর্মকর্তার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করা হয়।

ঘুষের টাকাসহ নৌ পরিবহনের সার্ভেয়ার আটক সার্ভেয়ার গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর