Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ১জনের মৃত্যু, নিখোঁজ ১০


৭ ডিসেম্বর ২০১৯ ১০:১৪

মুন্সীগঞ্জ: মেঘনা নদীতে নারায়ণগঞ্জের সীমানায় দুইটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ কর্মকর্তা মোস্তাফিক জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রীর মৃত্যু হয়। নিহত হুমায়ন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছি’র ছেলে।

আনুমানিক রাত ১টার দিকে এই ঘটনা ঘটে জানিয়ে মোস্তাফিক বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ বলে জানতে পেরেছেন। কুয়াশা কেটে গেলে নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে যাবেন। তবে নিখোঁজদের নাম জানা যায়নি।

দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হলেও কোনো লঞ্চডুবির ঘটনা ঘটেনি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই লঞ্চদুটি নিজ নিজ গন্তব্যে জলে যায়। ফলে কাউকে আটক করা যায়নি।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সারাবাংলার প্রতিনিধি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আহত কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, সোনিয়া আক্তার (২১), বিল্লাল হোসেন (৩৩), মামুন (২০), আবুল হোসেন (৪৮), সজিব (২২), মামুন (৪০), রাকিব হোসেন(১৭), সোনা মিয়া (৪০) ও রোজিনা (৩০)।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহতের মধ্যে সোনা মিয়া ও রোজিনাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাত জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে সোনিয়া সারাবাংলাকে জানান, তিনি ও তার বোন রোজিনা শরিয়তপুর থেকে ঢাকায় ফিরছিলেন। পথে এই দুর্ঘটনা হয়। এতে তাদের দুইবোনেরই মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দুজনেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

দুই লঞ্চর সংঘর্ষ সংঘর্ষ

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর