‘করোনা নিয়ে জনমনে ভীতি তৈরি করাই ছিল তাদের কাজ’
২ এপ্রিল ২০২০ ১৭:৩০
ঢাকা: ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টি করে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। গ্রেফতারকৃতরা হলো- মো. আব্দুর রহমান মিলন (৪৮) ও মো. আমিনুল ইসলাম বিল্লাল (৩৩)।
র্যাব জানায়, আতঙ্ক তৈরি করতেই মূলত তারা গুজব চালাতো।
বৃহস্পতিবার (২ এপ্রিল) র্যাব-১ এর (সিপিসি-১) কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার (১ এপ্রিল) রাতে গাজীপুর কোনাবাড়ী ও কাপাসিয়া এলাকা থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী স্ক্রিনশর্ট ৯টি কপি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী ফেসবুক পোস্টের ৫টি কপি উদ্ধার করা হয়।’
কামরুজ্জামান বলেন, ‘কোনাবাড়ী থানার হরিনাচালা বাজার পন্ডিত আলী প্লাজার (পারিজাত) মেসার্স রাজশাহী মেডিকেল স্টোর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট নামের দোকানে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুজব সৃষ্টিকারী দুই জনকে গ্রেফতার করি।’
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা তাদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) সারা বিশ্বব্যাপী বহুল আলোচিত স্পর্শকাতর রোগ করোনাভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে গুজব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টিসহ সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে বলে আসামিরা স্বীকার করে।’
আব্দুর রহমান মিলনকে জিজ্ঞাসাবাদ জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার একটি ওষুধের ফার্মেসি রয়েছে। সে দীর্ঘ ১৮ বছর যাবত ফার্মেসি পরিচালনা করে আসছে। সে বিভিন্ন সময় দর্শক অস্থিতিশীল করার লক্ষ্যে চলমান সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীর গায়ে আঘাত করা এবং ভাঙচুরের অভিযোগে গাজীপুরর কানোবাড়ী থানায় একটি মামলা রয়েছে।
অপর আসামি আমিনুল ইসলাম বিল্লালকে জিজ্ঞাসাবাদ জানা যায়, সে গাজীপুরের কাপাসিয়া এলাকায় একটি ইলেকট্রনিক্স শোরুমে কর্মরত। সম্প্রতি সারা বিশ্বব্যাপী আলোচিত স্পর্শকাতর রোগ করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও ভিত্তিহীন তথ্য পোস্ট ও শেয়ার করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতো।