করোনায় মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হ্যাকার কারাগারে
৩ এপ্রিল ২০২০ ১৯:২৪
ঢাকা: করোনাভাইরাসে নিয়ে গুজব সৃষ্টি করায় অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ও মামলায় নাইমুর রহমান নাইম (১৯) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
এদিন একদিনের রিমান্ড শেষে নাইমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে বুধবার (১ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সাইবার মনিটরিং টিম একটি বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করে। সেখানে উল্লেখ করা হয় রাজধানীর সাইন বোর্ড এলাকায় করোনাভাইরাসে ২৭ জন মারা গেছেন। বন্ধুর ফেসবুক আইডি হ্যাক করে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ান ওই হ্যাকার।