Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু


১৭ এপ্রিল ২০২০ ১৯:০৪

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা পরীক্ষার কিটসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিনোম সেন্টারের যন্ত্রপাতিও ট্রায়ালও দেওয়া হয়।

যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল করোনা পরীক্ষার কিটসহ আনুসাঙ্গিক উপকরণ পেয়েছি। স্ট্যান্ডার্ড রানও দিয়েছি। কিট ঠিকঠাক আছে কি না পরীক্ষা করছি। এখন থেকে করোনা পরীক্ষা শুরু করতে পারবো।’

বিজ্ঞাপন

জানা যায়, যবিপ্রবি জিনোম সেন্টারে ২০১৯ সালে সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির পিসিআর মেশিন রয়েছে। একসাথে এখানে ৯৬ জনের পরীক্ষা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চারজন শিক্ষক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করবেন। তারা ছাড়াও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দু’জন শিক্ষক এই ল্যাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। তাদেরও প্রশিক্ষিত করে ল্যাবে যুক্ত করা হবে।

ল্যাবটি ২৪ ঘণ্টা চালু রাখারও সক্ষমতাও রয়েছে। প্রতিদিন ২০০ রোগীর নমুনা এখানে পরীক্ষা সম্ভব বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন।

করোনাভাইরাস যবিপ্রবি যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর