Saturday 30 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হলে শহরজুড়ে ‘ফ্রি’ ওয়াইফাইয়ের প্রতিশ্রুতি শাহাদাতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২১ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচিত হলে চট্টগ্রামকে ‘ওয়াইফাই নগরী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) নগরীর পূর্ব ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগের সময় বিভিন্ন পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

শাহাদাত বলেন, ‘দেশে প্রথম সিলেটকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বাস্তবায়ন করতে পারলে, বাণিজ্যিক নগরী চট্টগ্রামকেও ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলা যায়। নগরীর গুরুত্বপূর্ণ শতাধিক পয়েন্টে শক্তিশালী রাউটার স্থাপন করে এটি বাস্তবায়ন সম্ভব। দরকার হলে এজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। কোনো প্রকার বাফারিং ছাড়াই ইন্টারনেটের গতি স্পিডে এনে পুরো নগর ওয়াফাই শহর হিসেবে গড়ে তুলবো। একেকটি এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসঙ্গে ৫ শ জন যুক্ত থাকার মতো ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ওয়াইফাই নগরী বাস্তবায়ন হলে একসঙ্গে ১০০ জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টের চারদিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট পার সেকেন্ড। এতে শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের পড়াশুনা চালিয়ে নিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা বাড়বে। নিত্য-নতুন প্রযুক্তির সঙ্গে চট্টগ্রামবাসী পরিচিত হবে।’

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে চট্টগ্রামে কোনো উন্নয়ন হয়নি। বরং চট্টগ্রাম হয়েছে ধূলার নগরী। আমি মেয়র হলে যখন-তখন সড়ক কাটতে দেব না বিভিন্ন সেবা সংস্থাকে। দিনের ময়লা দিনেই পরিষ্কার রাখার ব্যবস্থা করবো। চট্টগ্রাম নগরকে এমনভাবে গড়ে তুলবো, যাতে অন্য শহরের মানুষেরা চট্টগ্রামকে দেখতে আসে।’

বিজ্ঞাপন

পথসভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘নির্বাচনের মাঠে নেমে হালে পানি পাচ্ছেন না আওয়ামী লীগের প্রার্থী। সস্তা সহানুভূতি পেতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অভিযোগ করে খড়কুটো আঁকড়ে ধরে থাকার কৌশল নিয়েছেন তিনি। আমরা জানি এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আমরা নির্বাচনে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান রেখে।’

গণসংযোগে নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য জয়নাল আবেদিন জিয়া, গাজী মো. সিরাজ উল্লাহ ও কামরুল ইসলাম অংশ নেন।

সারাবাংলা/আরডি/এমআই

ফ্রি ওয়াইফাই বিএনপি

বিজ্ঞাপন

হেসেখেলে সিরিজ জয় বাংলাদেশের
৩০ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আরো

সম্পর্কিত খবর