গারো মা-মেয়ের ময়নাতদন্ত শেষ
২১ মার্চ ২০১৮ ১৪:১৮ | আপডেট: ২১ মার্চ ২০১৮ ১৫:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: গুলশানে নিহত গারো মা মেয়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। বুধবার ঢাকা মেডিকেলের মর্গে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
ময়নাতদন্ত শেষে ডা: প্রদীপ বিশ্বাস বলেন, মা বেসেথ চিরান কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এবং মেয়ে সুজাতার গলা সহ শরীরে ১৪টি ধারাল অস্ত্রের আঘাত আছে। এর মধ্যে গলার আঘাতটি মারাত্মক ছিল বলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ডাঃ প্রদীপ বিশ্বাস আরও জানান, মা ও মেয়ে ধর্ষণের স্বীকার হয়েছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানানো সম্ভব হবে। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন, প্রভাষক ডা: কবির সোহেল ও ডা: মাজহারুল হক।
এর আগে মা মেয়ের সুরতহাল সম্পন্ন করেন, গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মঙ্গলবার (২০ মার্চ) বিকাল ৪টা থেকে সাড়ে ৬টার মধ্যে কে বা কারা মা বেসেথ চিরানকে গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। এবং মেয়ে সুজাতা কে জবাই করে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। মেয়ে একটি আঘাতে মারা গেলেও বাকি আঘাতগুলো ক্ষোভ থেকে করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/জেএএম