চার জঙ্গি ভিওআইপি ব্যবসায়ী আটক,মালামাল জব্দ
২৮ মার্চ ২০১৮ ২১:৪১
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অবৈধ ভিওআইপি ব্যবসার প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের সরঞ্জামাদি জব্দ করেছে র্যাব-১০ এর একটি দল। সেই সঙ্গে চারজন ভিওআইপি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা হলেন, জহিরুল ইসলাম নান্নু, নাফিস ইকবাল শাকিল, শামিম তালুকদার ও শুভ ইসলাম।
বুধবার সকাল সাড়ে ১১টায় এক অভিযানে ঢাকার আশুলিয়া ডেন্ডাবর এলাকা থেকে এসব ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব-১০ এর সিপিসি-১ এর কর্মকর্তা মো. মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্ট একটি মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, আশুলিয়ার ওই এলাকায় জঙ্গিরা গোপন নেটওয়ার্ক গড়েছে। তারা একটি বাসায় ভিওআইপি সরঞ্জামাদি বসিয়ে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছেন।
র্যাবের ওই দলটি অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের সরঞ্জামাদি জব্দ করে। সেই সঙ্গে চার জঙ্গিকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সারাবাংলা/ইউজে/টিএম/এমএস