Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২১ ১৪:৫৮

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা।’

‘বিএনপি ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারণা করছে অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকারের হিসাবেই দেখা যাচ্ছে ২ ডোজ ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে ১ কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ভ্যাকসিন নিয়ে এই প্রতারণা অপরাধে শামিল। অবিলম্বে ভ্যাকসিন সংগ্রহে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমগ্র জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদানের জন্য প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সাম্ভাব্য সকল উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক মান অক্ষুন্ন রেখে দেশে ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এর আগে, শুক্রবার (১৩ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সভায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল এবং ২দিন পরেই ১৯ তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বরাবরই বলে এসেছে ‘দিন আনে দিন খায়’ মানু্ষরে খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুরি ছিল। সরকার কর্ণপাত করেনি। সেই কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসু হয়নি।’

বাংলাদেশের ভ্যাকসিন সংগ্রহে যুক্তরাষ্ট্রের প্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী হাফিজ হাসান, অধ্যাপক মাসুদুল হাসান, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সাদেক এবং সাবেক ইউএন কর্মকর্তা মাহমুদ সামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগের জন্য তাদের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার ও সিটি করপোরেশনগুলোর ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এডিস মশা নিধনের বাস্তব সম্মত উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।’

সারাবাংলা/এজেড/এনএস

আওয়ামী লীগই অপরাজনীতি করছে করোনাভাইরাস বিএনপি ভ্যাকসিন নিয়ে বিএনপি নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর