Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে জমি অধিগ্রহণ নিয়ে অনিয়ম তদন্তে সংসদীয় উপকমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২১ ২১:১০

ঢাকা: কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে অনিয়মের তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। মো. হাবিবর রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটির বাকি দুই সদস্য হলেন— মনোরঞ্জন শীল গোপাল ও উম্মে ফাতেমা নাজমা বেগম।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় বৈঠকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, কক্সবাজার জেলায় পিবিআই কার্যালয় নির্মাণের জন্য ১০০ শতাংশ জমি অধিগ্রহণে অনিয়ম হয়েছে। এটি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে উপকমিটি গঠন কয়েছে। উপকমিটি বিষয়টি নিয়ে তদন্ত করে স্থায়ী কমিটিতে প্রতিবেদন দেবে।

সংসদ সচিবালয় থেকে বৈঠকের কার্যপত্র উদ্ধৃতি দিয়ে জানায়, কক্সবাজারের ঝিলংজা মৌজায় পিবিআই ও সিআইডির জেলা কার্যালয় নির্মাণের জন্য ১০০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের টাকাও বিতরণ করা হয়। এ নিয়ে একটি ইংরেজি গণমাধ্যমে গত ৫ মে সংবাদ প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে সংসদীয় কমিটির কার্যপত্রে বলা হয়, ’২৯ কোটি টাকা ১৫ ভুয়া মালিকের পকেটে’ শিরোনামে ওই প্রতিবেদনের মূল বিষয়বস্তু হচ্ছে, ১০০ শতাংশ জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা ১৫ জন ভুয়া মালিককে দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ওই খবর প্রকাশ পাওয়ার পর গত ৬ মে একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। কক্সবাজারের ডেপুটি কমিশনারকে (ডিসি) মন্ত্রণালয় ওই জমির কাগজপত্র দিতে বলে। তবে এ বিষয়ে দুদকে একটি মামলা থাকায় তার তদন্তের জন্য সব নথি জব্দ করা হয়। সে কারণে সংশ্লিষ্ট সব কাগজপত্র না থাকায় পূর্ণাঙ্গ তদন্ত করা যায়নি বা এ বিষয়ে কোনো মতামত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দিতে পারেনি।

বিজ্ঞাপন

কার্যপত্রে বলা হয়, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গঠনের পর কক্সবাজারের ডিসি কার্যালয়ে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনিয়মের বিষয়ে ২৪টি আবেদনের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়। তবে সেখানে অধিগ্রহণ নিয়ে অনিয়মের বিষয়ে উল্লেখ ছিল না।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

কক্সবাজার পিবিআই কার্যালয় জমি অধিগ্রহণ জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত কমিটি সংসদীয় উপকমিটি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর