Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের পর জেএসএস নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২১ ১৩:০৬

বান্দরবান: অপহরণের পর জনসংহতি সমিতির (জেএসএস-মূল) সদর উপজেলা সাধারণ সম্পাদক পুশ থোয়াই মারমাকে (৩২) হত্যা করা হয়েছে ।

সোমবার (১৩ ‌ডি‌সেম্বর) সকালে কাপ্তাই-বান্দরবান সড়কের আমতলী পাড়ার কাছে মাটিতে পোঁতা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সেনাবাহিনীও রয়েছে।

মৃত পুশ থোয়াই পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে এক দল সশস্ত্র সন্ত্রাসী ডলু পাড়ায় হানা দিয়ে পুশথোয়াই মারমাকে তার নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমতলী এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা জানাতে না পারলেও স্থানীয়রা বলছেন মারমা লিবারেশন পার্টি (এমএলপি) এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে বান্দরবানে জেএসএস’র সঙ্গে মগ লিবারেশন পার্টি, আওয়ামী লীগসহ কয়েকটি স্থানীয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে।

সারাবাংলা/একেএম

জেএসএস বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর