অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়বে
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৮:১৯
৯ জুন ২০২২ ১৮:১৯
ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরির কারখানা গড়ে উঠেছে। পণ্যটি আমদানিতে ১৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশীয় শিল্পের অধিকতর প্রতিরক্ষণের লক্ষ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এমন প্রস্তাবের প্রভাবে দেশে আমদানিকৃত অপটিক্যাল ফাইবারের দাম বাড়বে।
আরও পড়ুন-
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- সংসদে অর্থমন্ত্রী, হাতে বাজেটের ব্রিফকেস
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- কর দিলে বৈধ হবে পাচার করা টাকা, কেউ প্রশ্ন তুলতে পারবেন না
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
সারাবাংলা/ইএইচটি/এসএসএ