Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমানিয়া যাচ্ছেন ১০২ কর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৩২

ঢাকা: এই প্রথমবারের মতো ইউরোপে জনশক্তি রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ। রোমানিয়ায় ১০২ জন কর্মী পাঠানোর মধ্য দিয়ে এই যাত্রার শুভ উদ্বোধন করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ১০২ কর্মীর মধ্যে রোমানিয়াগামী ৩০ জনকে বিদায় জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার এবং প্রতিনিয়ত ইউরোপে কর্মী গমনের হার বাড়ছে। ইউরোপের দেশ ক্রোয়েশিয়া, সার্বিয়ার সঙ্গে বাংলাদেশী কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, বোয়েসেলের মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী প্রেরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ ছাড়া বিদেশ গমনেচ্ছু কর্মীদেরও দেশের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বশীল আচরণ ও কাজে মনোযোগী হয়ে দেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ বোয়েসেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর