Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ২০:০৫

ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘দেশবিরোধী শক্তির আওয়ামী লীগ সরকাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র-চক্রান্ত করছে। সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তাদের আন্দোলনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।’

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ও একুশে গ্রেনেড হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে যুব মহিলা লীগ।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াত জোট শাসনামলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে মির্জা আজম বলেন, ‘আমরা সংসদে আলোচনা করতে চেয়েছিলাম। আমি সেই সংসদের মেম্বার ছিলাম। কিন্তু আমরা হাজারও চেষ্টা করার পরও সেই আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া সংসদে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। পরবর্তীতে জর্জ মিয়া নাটক সাজানো হয়েছিল এবং আরও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে রাষ্ট্রীয় সব মেকানিজমকে কাজে লাগিয়েছিল হাওয়া ভবনে বসে তারেক রহমান।’

দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা যদি নির্বাচিত না হয় তাহলে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে তারা এই বাংলাদেশকে আর বাংলাদেশ রাখবে না। তারা এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।’

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরেন মির্জা আজম। তিনি বলেন, ‘সেই কারণে বিএনপি আন্দোলনের নেতৃত্বে দিচ্ছে। সরকারকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে বিদেশিরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য এজেন্ডা নিয়েছে। সেই এজেন্ডা আমাদের বানচাল করতে হবে।’

যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নিলুফার রহমান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি তাহেরা খাতুন লুৎফা, সাধারণ সম্পাদক শামীমা রহমানসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

নির্বাচন প্রধানমন্ত্রী মির্জা আজম

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর