Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ভারতগামী যাত্রীদের চাপ, বেড়েছে দুর্ভোগ

লোকাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১২:১৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:২১

বেনাপোল (যশোর): ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিনের সরকারি ছুটিতে বেনাপোল বন্দরে বেড়েছে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের চাপ। চিকিৎসাসহ নানা কারণে অনেকে যাচ্ছেন ভারতে। আবার অনেকে আসছেন বাংলাদেশে। এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে দালালদের ২০০ থেকে ৩০০ টাকা দিলে লাইনের আগে কাজ হয়ে যাওয়া অভিযোগ দুর্ভোগের শিকার যাত্রীদের।

জানা যায়, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ১০ এপ্রিল (বুধবার) থেকে ১৪ এপ্রিল (রোববার) পর্যন্ত টানা ৫দিন ছুটি ঘোষণা করেছে সরকার। বেসরকারি অনেক প্রতিষ্ঠানও সরকারি ছুটির সঙ্গে তাল মিলিয়ে বন্ধ রেখেছে। এতে লম্বা ছুটি পেয়ে চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ করতে অনেকে যাচ্ছেন ভারতে, আবার অনেকে আসছেন বাংলাদেশে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বেনাপোল বন্দরে বেড়েছে যাত্রীদের চাপ। যাত্রীদের নিরাপত্তায় বন্দরে বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাজ করছে।

বিজ্ঞাপন

পাসপোর্টধারী ভারতগামী যাত্রীরা জানান, ভারতে যেতে বাংলাদেশ সরকার নিচ্ছে ১ হাজার ৫৫ টাকা ভ্রমণ কর ও ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসগুলো নিচ্ছেন ৮৫০ টাকা। ভ্রমণের ক্ষেত্রে ফি ও কর বাড়ালেও সেবা বাড়ানোর দিকে নজর নেই। এতে নানান দুর্ভোগ সইতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন পাসপোর্টধারীরা। তবে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম দ্রুত সময়ে শেষ হলেও ভারত অংশে জনবল সংকটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কিছুদিন আগেও নো-ম্যানস ল্যান্ডে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফি আহমেদ বলেন, ঈদের ছুটিতে যাত্রীদের পারপার বেড়েছে। তারা যেন হয়রানির শিকার না হয় সেই দিকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ১০ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ২২ হাজার যাত্রী ভারতে ও বাংলাদেশে যাতায়াত করেছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম জানান, যাত্রীসেবা বাড়াতে সম্প্রতি কলকাতায় দু’দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে যাত্রী পারাপার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সারাবাংলা/এনএস

বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর