আইসিটির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য মামুনের
২ মে ২০২৪ ২০:২৯
ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন ইনুমেন্ট সল্যুশনস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) মঞ্জুরুল আলম মামুন। ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে দেশের আইসিটি ইন্ড্রাস্ট্রির সার্বিক গুণগত মান উন্নয়নে কাজ করতে চান। গুণগত মানসম্পন্ন আইটি প্রফেশনাল তৈরিও লক্ষ্যও তার। মনোযোগ দেবেন রফতানি বাড়াতে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও।
মঞ্জুরুল আলম মামুন টিম স্মার্ট থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্যানেলে স্মার্ট বেসিস গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে।
মঞ্জুরুল আলম মামুন বলেন, ‘স্মার্ট বেসিস গঠনে টিম স্মার্ট প্যানেলের পক্ষ থেকে আমি চারটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি— পেশাদার প্রযুক্তিবিদদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের ক্ষমতায়নে কাজ করা ও পলিসি অ্যাডভোকেসি নিয়ে কাজ করা। নির্বাচিত হলে আমি এই বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেবো।’
আরও পড়ুন- আইসিটি ইন্ড্রাস্ট্রির সঠিক ব্র্যান্ডিং করতে চাই: রফিক উল্লাহ
বেসিসকে প্রকৃত অর্থে মেধাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বলে মনে করেন মঞ্জুরুল আলম মামুন। বলেন, ‘এই মেধাভিত্তিক শিল্পের উন্নয়নের জন্য মেধা তৈরি করা, মেধার বিকাশ করা ও মেধা রক্ষা করা— এসব জায়গায় অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। বেসিস কতগুলো লক্ষ্য নিয়ে কাজ করছে। সবচেয়ে বড় যে লক্ষ্য, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা। মেধাভিত্তিক শিল্পের উন্নয়নও এর জন্য জরুরি।’
মঞ্জুরুল বলেন, ‘আমার মনে হয়েছে, এই সংগঠনটি (বেসিস) সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথে কয়েকটি সমস্যা রয়েছে। যেমন— গুণগত মানসম্পন্ন সফটওয়্যার ডেভেলপার ও আইটি প্রফেশনালের সংকট রয়েছে। সফটওয়্যার ইন্ডাস্টিতে এ দুটি দিকে বেশ অভাব রয়েছে। ইন্ডাস্টির চাহিদার তুলনায় জোগান খুবই কম। এই অভাব কীভাবে পূরণ করা যায়, তা নিয়ে এখানে কাজ করতে হবে। সেই কাজটি করতে চাই।’
তিনি বলেন, একটা জায়গায় আমাদের গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বা স্থানীয় বাজার। আমার নিজের দেশে তথ্যপ্রযুক্তির বাজারটাকে এখনো আমরা সেভাবে বেসিসের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। আমাদের দেশে কিন্তু তথ্যপ্রযুক্তি খাতে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। কিন্তু সেই কাজগুলো বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো করছে। আমরা আমাদের দেশীয় কোম্পানি দিয়ে কাজগুলো করাচ্ছি না। এটা নানা কারণে হতে পারে। একটি কারণ আমার কাছে মনে হচ্ছে, এ বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে দেখি না। আমরা গুরুত্ব দিয়ে দেখলে বেসিসের সদস্যদের সক্ষমতা বহু গুণ বেড়ে যেতে পারত।
ইনুমেন্ট সল্যুশনস লিমিটেডের এই সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, আমরা যদি এখন একটা জায়গায় দাঁড়াই— সরকার যে কাজগুলো করবে সে কাজগুলো বেসিসের সদস্যদের দেওয়া হোক, তাহলে আমি বলব যে দেশের অভ্যন্তরীণ বিশাল একটা বাজার বেসিস সদস্যদের জন্য হয়ে যাবে। বেসিসের বাইরেও যারা সফটওয়ার ডেভলপার রয়েছেন, তারাও অনেক উপকৃত হবে। আমি এই কাজগুলো করতে চাই।
প্রসঙ্গত, বেসিস নির্বাচন হবে আগামী ৮ মে। নির্বাচনে ১১টি পরিচালক পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ৩৩ জন।
আরও পড়ুন-
- এক ঝাঁক তরুণ নিয়ে সোহেলের ‘টিম স্মার্ট’
- বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
- ব্যবসায়ীবান্ধব বেসিস গড়ে তুলতে চাই: শাহরুখ
- নারী সদস্যদের জন্য হেল্প ডেস্ক চালুর লক্ষ্য প্রমির
- ‘তথ্যপ্রযুক্তিতে দেশীয় ব্র্যান্ডের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হোক’
- আইসিটিতে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে প্রমোট করা হবে: রিসালাত
- আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে কর অব্যাহতির ঘোষণা এখনই দেওয়া উচিত
সারাবাংলা/ইএইচটি/টিআর
টপ নিউজ টিম স্মার্ট বেসিস নির্বাচন বেসিস নির্বাচন ২০২৪ মঞ্জুরুল আলম মামুন