বিজ্ঞাপন

‘তথ্যপ্রযুক্তিতে দেশীয় ব্র্যান্ডের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হোক’

April 24, 2024 | 8:06 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় ব্র্যান্ডের বড় বড় প্রতিষ্ঠান তৈরি হোক— এমনটিই প্রত্যাশা আসন্ন বেসিস নির্বাচনে ‘টিম স্মার্ট’ প্যানেল থেকে পরিচালক প্রার্থী কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ’র। আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্যের বিপণন ও মেন্টরশিপ তৈরিতেও কাজ করতে চান তিনি। সম্প্রতি বেসিস নির্বাচনকে সামনে রেখে প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আগামী ৮ মে অনুষ্ঠিত হবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গেল ২২ এপ্রিল রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে তিন প্যানেলের প্রার্থী পরিচিতি সভার আয়োজন করে বেসিস নির্বাচন বোর্ড। ১১ সদস্যের পরিচালক পদের জন্য এবার তিন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ প্রার্থী।

কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের (র‌্যাবিটহোল) প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ প্যানেল ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে রয়েছেন এক ঝাঁক তরুণ প্রার্থী। এ এস এম রফিক উল্লাহও তাদের একজন। এ ছাড়া তিনি অনলাইন গণমাধ্যম সারাবাংলা ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদকও।

বিজ্ঞাপন

প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে এ এস এম রফিক উল্লাহ বলেন, ‘আজ আমরা আমাদের ইন্ড্রাস্ট্রি ব্র্যান্ডিংয়ের কথা বলছি, অনেক বেশি মার্কেটিংয়ের কথা বলছি। প্রতিটি বিষয়ের জন্য মিডিয়া ডায়ালগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে বুঝতে হবে এটি উদ্যোক্তাদের সংগঠন। প্রত্যেক উদ্যোক্তাই তার নিজের জায়গায় সফল। তারা তাদের মতো বিজনেস করছে। বিজনেস স্ট্র্যাটেজি আসলে কাউকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। তাদের আপ-লিফটটা দরকার পলিসি অ্যাডভোকেসি ও পলিসি বানানোর জন্য। সেক্ষেত্রে অন দ্য টপ মিডিয়ার সঙ্গে কানেটিভিটি থাকাটা সবচেয়ে বেশি জরুরি।’

তিনি আরও বলেন, ‘মিডিয়াতে যত বেশি উপস্থিত থাকব আমরা, ততবেশি আমাদের কথা উচ্চারিত হবে, তত বেশি আমাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে। বেসিসি ইলেকশনের আগে হঠাৎ করে মিডিয়া যে ট্যাক্স ফ্রি (আইসিটি খাতে কর অব্যাহতি) নিয়ে কথা বলছে, এটি খুবই পজিটিভ সাইন। আমাদের এমন একটি স্ট্র্যাটিজি প্রণয়ন করা উচিত। শুধু নির্বাচনি ক্যাম্পেইনের সময় নয়, বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ ইন্ড্রাস্ট্রিতে এটি নিয়ে কথা বলা উচিত। সবচেয়ে মেধাবীদের যে সংগঠন, তাদের কথা যেন চলচ্চিত্র সমিতির আগে থাকে।’

এ এস এম রফিক উল্লাহ বলেন, ‘আমার ছোট্ট ব্র্যান্ড র‌্যাবিটহোল। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। র‌্যাবিটহোল সম্পূর্ণ দেশীয় ব্রান্ড, যার সম্পূর্ণ দেশীয় লোকদের দিয়ে মার্কেটিং করা। আমরা এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশে ৪ লাখ ঘণ্টা লাইভ স্ট্রিমিং করছি। এই গর্ব আসলে আমার একার নয়, এই গর্ব বেসিসের সবার। আমরা চাই, রাইট বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতে র‌্যাবিটহোল, গো জায়ান, নগদ ও বিডি জবসের মতো বড় বড় দেশীয় ব্র্যান্ড তৈরি হোক। স্মার্ট টিমের সবাই সেটাই প্রত্যাশা করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি এর আগে একটি স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম। আমরা অনেক ছোট ছোট কাজ করেছি। যে কাজের সুফল আমরা এখন পাচ্ছি। এই ব্র্যান্ডিং স্ট্র্যাটিজি নিয়ে আমাদের পরবর্তী সময়ে ইন্টারন্যাশনাল মার্কেটিং ও মেন্টরশিপের জন্য কাজ করা উচিত। নির্বাচিত হলে আমরা সেই কাজগুলোই করব।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন