Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ রোধে অভিযান
৪১ দিনে পৌনে ১৪ কোটি টাকা জরিমানা, ৩০৮ ইটভাটা বন্ধ

স্পেশাল করেসপডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

ঢাকা: সারাদেশে বায়ুদূষণ রোধে পরিচালিত অভিযানে গত ১ মাস ১১ দিনে ১৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। এ ছাড়া নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় ৩০৮টি ইটভাটা বন্ধ করে দেয় এবং ১ লাখ ৫৫ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সকল অভিযানে ১ হাজার ৪১টি মামলা করা হয়। অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়েছে।

এ ছাড়াও, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আনুমানিক ১ লাখ ৫৫ হাজার ৪১৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়া, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

একইদিনে কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, নোয়াখালী ও ফেনীতে ৮টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ১৫টি মামলায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ২টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

শরীয়তপুর ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সারাদেশে প্রায় ১২হাজার ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

শব্দদূষণ রোধে নোয়াখালীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনের চালককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি, কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

দূষণ রোধে সরকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/জেআর/এইচআই

দূষণ রোধে অভিযান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর