Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল আত্মার সন্ধানে এলিজা পুতুল

আশীষ সেনগুপ্ত
২২ জানুয়ারি ২০২২ ১৭:৫১

এলিজা পুতুল- এ প্রজন্মের সংগীতশিল্পী। মূলত একজন বাউল শিল্পী হিসেবে পরিচিতি পেলেও তার গানের শুরুটা হয়েছিল শাস্ত্রীয় সংগীতে। বাবা-মায়ের অনুপ্রেরণায় তার গানের জগতে আসা। অবশ্য বাউল শিল্পী হতে গিয়ে পরিবারের আপত্তির মুখে পড়তে হয়েছে তাকে।

ছোটবেলায় বাউল সংগীতের কিংবদন্তি ফরিদা পারভিনের গান শুনে তার আগ্রহ জন্মে বাউল গানের প্রতি। এরপর বিভিন্ন বাউল আখড়ায় ঘোরাঘুরি চলে তার। একসময় শিষ্যত্ব গ্রহণ করেন বাউল গানের নিবেদিতপ্রাণ শফি মণ্ডলের কাছে। এরপর থেকেই পুতুলের সত্তায় আজ শুধুই লালন। আর খুঁজে ফিরছেন বাউলের আত্মাকে।

বিজ্ঞাপন

আজকের সারাবাংলা তারুণ্যকথায় এই শিল্পীর পথচলার গল্প …

https://youtu.be/wpLCiaDCgpY

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

এলিজা পুতুল তারুণ্যকথা ফরিদা পারভিন শফি মণ্ডল সারাবাংলা তারুণ্যকথা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর