December 30, 2021 | 6:27 pm
আশীষ সেনগুপ্ত
ডালিয়া সালাউদ্দিন- একজন সুচিকিৎসক হলেও তার মূল পরিচয় তিনি বাংলাদেশের একসময়কার প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। শৈশবেই নাচের প্রতি অগাধ ভালোবাসায় দশ বছর বয়সেই যুক্ত হয়েছিলেন বাফায়। তৎকালীন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে সফর করেছিলেন বিভিন্ন দেশে।
১৯৭১-এ ডালিয়া সালাউদ্দিন নিজেকে সঁপে দেন মুক্তিযুদ্ধে। দিনের পর দিন সেবা করে গিয়েছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের।
১৯৭২-এ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে, পরের বছরই উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশটিই এখন তার মূল ঠিকানা হলেও বাংলাদেশে আসা-যাওয়া নিয়মিতই ।
সম্প্রতি, এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এলে সারাবাংলার অনুরোধে তার পথচলা ও যুদ্ধ দিনের স্মৃতিকথা শোনালেন আজকের কথোপকথনে...
আরও দেখুন-
সারাবাংলা/এএসজি