Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজা উপলক্ষে ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’


২২ আগস্ট ২০১৯ ১৭:৩৯ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি নবীন নির্মাতা শামীম আহমেদ রনি জানিয়েছিলেন, সব ঠিক থাকলে ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে তার পরিচালিত সিনেমা ‘শাহেনশাহ’। কিন্তু সব ঠিক নেই। তাই ছবিটি মুক্তির তারিখ হয়েছে পরবির্তন।


আরও পড়ুন :  শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন তিন গুণীজন


‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির নতুন তারিখ ৪ অক্টোবর। নতুন এই তারিখ চূড়ান্ত করার কারণ হিসেবে রনি জানিয়েছেন, অক্টোবরের প্রথম থেকেই উদযাপিত হবে দূর্গা পূজা। আর এই পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চাইছেন তারা।

ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এই ছবির মাধ্যমে প্রথমবার এবসঙ্গে অভিনয় করছেন এই দুই অভিনয়শিল্পী। এছাড়াও রোদেলা জান্নাত নামের এক নবাগত অভিনেত্রীর অভিষেক হচ্ছে এই ছবির মাধ্যমে।

বিজ্ঞাপন

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি সেন্সর ছাড়পত্র পায় চলতি বছরের মার্চ মাসে।


আরও পড়ুন :  

.   কে হবে মাসুদ রানা? কেউ হবে না ‘মাসুদ রানা’

.   ছেলে অমিত কুমার লিখবেন কিশোর কুমারের না বলা জীবন

.   নেটফ্লিক্সের সুপারহিরো হয়ে আসছেন প্রিয়াংকা

.   মেহজাবিন অভিনয় ছাড়বেন, তবে…

.   ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ঢাকায় শুক্রবার থেকে

.   ‘মানসম্মত ও গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণের তাগিদ অনুভব করছি’


৪ অক্টোবর নুসরাত ফারিয়া শাকিব খান শাহেনশাহ সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর