Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক ভিডিওতে অক্ষয় কুমার


২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪

বলিউডে খান ব্রাদার্সের দাপটে স্বকীয় জায়গা করে নেয়া অভিনেতার নাম অক্ষয় কুমার। বলিউড ক্যারিয়ারে তুলনামূলকভাবে তিনি অন্যান্য তারকাদের চেয়ে সফল। তার খুব কম ছবি আছে যেগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে।


আরও পড়ুন :  ‘গণ্ডি’: প্রবাদ ভেঙে এগিয়ে যাবার সিনেমা


অক্ষয় তার অভিনীত সিনেমায় কখনো খিলাড়িরূপে আবির্ভূত হয়েছেন। আবার কখনোবা হাজির হয়েছেন কমেডি চরিত্রে। রোমান্টিক দৃশ্যেও তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন। এছাড়া বায়োপিক ছবিতেও তিনি সফল।

বিজ্ঞাপন

তবে অক্ষয়কে কখনো মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায়নি। এবার এই মাধ্যমটিতেও দেখা যাবে তাকে। গীতিকার জানির লেখা বি.প্রতীকের গাওয়া একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। একা নন, এই মিউজিক ভিডিওতে থাকবেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। তাদের দুজনই রোমান্টিক অবতারে হাজির হবেন।

ফিল্মফেয়ারকে অক্ষয় কুমার জানিয়েছেন, মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে ভালো লাগছে। সিনেমা আর মিউজিক ভিডিও সম্পূর্ণ ভিন্ন জায়গা। এই মিউজিক ভিডিওতে আমি নূপুর শ্যাননের সঙ্গে প্রথমবার কাজ করছি। সব মিলিয়ে ভালো লাগছে।


আরও পড়ুন :

.   নয় বছর পর ফিকশনে মেজবাউর রহমান সুমন, এবার চলচ্চিত্র

.   ভারতে বিটিভি সম্প্রচার উদ্বোধন

.   মৃত্যুবাষির্কীতে বাবার গান গাইবে দুই পুত্র

.   টিআরপি’র দৌড়ে এগিয়ে থাকা ঈদের নাটক


অক্ষয় কুমার মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর