Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…

আশীষ সেনগুপ্ত
২৫ নভেম্বর ২০২১ ১৮:৩৫

নরেশ ভূঁইয়া। সাংবাদিক, অভিনেতা, নাট্যনির্দেশক। তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতা করেছেন। আবার চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন মঞ্চে-টিভিতে। দুই দশক ধরে নির্মাণ করছেন টিভি নাটক।

মাত্র সাড়ে তিন বছর বয়সে পাড়ার নাটকে মঞ্চে ওঠেন নরেশ ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর অভিনেতা হিসেবে মঞ্চে যাত্রা শুরু ১৯৭৩ সালে। ‘থিয়েটার’-এ সূচনা, আজও আছেন সেই দলের সঙ্গেই।

বিজ্ঞাপন

মুসা আহমেদের ‘মাটির কোলে’ ধারাবাহিকে ‘আন্দু ভাই’ চরিত্রে তার অভিনয় এখনো মনে রেখেছেন আশির দশকের দর্শকেরা। এরপর আরও বহু টিভি নাটকে অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ ১৯৯৮ সালে ‘ভালোবাসি সুধাইও না কারে ভালোবাসি’ নাটক দিয়ে।

দেশের প্রথম সরকারি অনুদানের চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’তে অভিনয় করে বড়পর্দায় অভিষেক। এরপর অসংখ্য চলচ্চিত্রেও সরব উপস্থিতি ছিল নরেশ ভূঁইয়ার।

আজকের কথোপকথনে নন্দিত এই অভিনেতা, নাট্যনির্দেশকের আদ্যোপান্ত…

https://youtu.be/tvwLCVyZjCA

আরও দেখুন-

সারাবাংলা/এএসজি

আন্দু ভাই কথোপকথন নরেশ ভূঁইয়া মাটির কোলে সাক্ষাৎকার সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর