Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই বাংলাদেশ সীমানা ছাড়বে ফণী


৪ মে ২০১৯ ২০:৪৬

আবহাওয়াবিদ আবদুল মান্নান

ঢাকা: ঘূর্ণিঝড় ফণী লঘুচাপে পরিণত হয়ে ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলে অবস্থান করছে। রাতেই এটি বাংলাদেশ সীমানা ছেড়ে চলে যাবে। শনিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় আবহাওয়াবিদ আবদুল মান্নান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে গভীর নিম্নচাপে পরিণত হয় ফণী। এরপর ক্রমেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়। বাংলাদেশ সীমানা ছাড়ার আগে এর যাত্রা পথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া সেই সঙ্গে দমকা বাতাস বয়ে যেতে পারে। ফণীর প্রভাবে রোববার বিকেল পর্যন্ত দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

বিজ্ঞাপন

ফণীর শঙ্কা কেটে গেলেও অমাবস্যা ও বায়ুচাপের আধিক্যের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরে ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। যে কারণে বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এটি

আরও পড়ুন: নিম্নচাপে পরিণত ফণী, বিপদ সংকেত নামিয়ে সতর্ক সংকেত

ফণী এখন সাধারণ ঝড়, সন্ধ্যায় ছাড়বে বাংলাদেশ

ময়মনসিংহ-ঢাকা-রাজশাহী পার হচ্ছে ফণী

মেহেরপুর, ভেড়ামারায় ফণী, কমেছে ঝুঁকি

ফণী সাতক্ষীরা, যশোর ও খুলনা হয়ে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নোয়াখালীতে ১ শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে বন্যার আশঙ্কা

ফণী: বরগুনার ৩৩৫টি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

ঘূর্ণিঝড় ফণী: জরুরি প্রয়োজনে সারাদেশে যোগাযোগের নম্বর

বিজ্ঞাপন

দেশে ৬ থেকে ১০ ঘণ্টা থাকতে পারে ঘূর্ণিঝড় ফণী

ফণীর প্রভাবে রাজশাহীতে বৃষ্টি অব্যাহত

ফণীর ছোবলে ঝুঁকিতে বাংলাদেশ

ঘূর্ণিঝড় ঝড় ফণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর