Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধাদের ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি


১৪ জুন ২০১৯ ০০:৫৮ | আপডেট: ১৪ জুন ২০১৯ ১৬:০৪

বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানো হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবসমূহ হলো, বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ৪০ লাখ থেকে ৪৪ লাখে বৃদ্ধি করা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা ১৪ লাখ থেকে ১৭ লাখে বৃদ্ধি করা, সকল অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা দেয়ার লক্ষ্যে ভাতাভোগীর সংখ্যা ১০ লাখ থেকে ১৫.৪৫ লাখে বৃদ্ধি করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির সংখ্যা ৯০ হাজার থেকে ১ লাখে বৃদ্ধি, উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকায় উন্নীত, মাধ্যমিক স্তরে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকায় এবং উচ্চমাধ্যমিক স্তরে ৮৫০ টাকা থেকে ৯০০ টাকায় বৃদ্ধি।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আরও বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৬ হাজার জনে উন্নীত করা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর উপকারভোগীর সংখ্যা ৬৪ হাজার থেকে ৮৪ হাজারে বৃদ্ধি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ১৫ হাজার থেকে ৩০ হাজারে বৃদ্ধি, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৪০ হাজার থেকে ৫০ হাজারে বৃদ্ধি, দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৭ লাখ থেকে ৭ লাখ ৭০ হাজার জনে উন্নীত করা, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তার আওতায় ভাতাভোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৭৫ হাজারে উন্নীত করা।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বরাদ্দ বেড়েছে স্বাস্থ্যে

দাম বাড়ছে, দাম কমছে

ঘটকালিতে খরচ বাড়ছে!

কর অব্যাহতি যেসব সেবায়

বস্ত্র ও পাটে বরাদ্দ বাড়ল ৬২ কোটি টাকা

সার্বজনীন পেনশনে কর্তৃপক্ষ গঠন শিগগিরই

বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা

দাম বাড়ছে স্মার্টফোনের, কথা বলার খরচও বাড়ছে

এমপিওভুক্তির দ্বার খুলছে, বরাদ্দ বাড়ল শিক্ষাখাতে

‘নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

গ্রাম পর্যায়ে শহরের সুবিধা দিতে বাজেটে বিশেষ বরাদ্দ

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা

বাজেট বক্তৃতায় জনআকাঙ্ক্ষার দুদক কার্যকরের প্রত্যয়

বিশেষ জনগোষ্ঠীর প্রশিক্ষণ-কর্মসংস্থানে ১০০ কোটি টাকা বরাদ্দ

বিদ্যুৎ খাতে বরাদ্দ ২৮ হাজার কোটি টাকা, ১৭টি নতুন কেন্দ্র হবে

শিশুদের জন্য বাজেটে বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৫৪০ কোটি টাকা

সারাবাংলা/টিএস

২০১৯-২০ অর্থবছরের বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর