বিজ্ঞাপন

বিদ্যুৎ খাতে বরাদ্দ ২৮ হাজার কোটি টাকা, ১৭টি নতুন কেন্দ্র হবে

June 13, 2019 | 7:36 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ খাতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২৮ হাজার ৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মোট বরাদ্দের মধ্যে ১৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ খাতের বরাদ্দ সম্পর্কে প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয় দেশের বিদ্যুতের উৎপাদন বাড়াতে ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট ক্ষমতার আরো ১৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এই খাতে ২০১৮-১৯ অর্থবছরে বরাদ্দ ছিল ২৬ হাজার ৫০২ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় বলা হয়, সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে কাজ করছি। ২০২১ সালে ২৪, ২০৩০ সালে ৪০ এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে ২১ হাজার ১৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। দেশের সব মানুষ বিদ্যুৎ উৎপাদনের সুবিধা পাচ্ছে, ফলে, ৯৩ শতাংশ মানুষ এর আওতায় এসেছে। পুরাতন বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামতের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচএ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন