Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৫০ নেতাকর্মী কারাগারে


২৬ জুন ২০১৯ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১০টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৫০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। কিন্তু নিম্ন আদালতে নিয়মিত হাজিরা না থাকায় ৮৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর মধ্যে ৫৭ জন আজ (বুধবার) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বয়স বিবেচনায় আদালত সাত জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।’

কারাগারে যাওয়া ৫০ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মিয়া মোহাম্মদ ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবউদ্দিনসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন। ২০১৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নাশকতার অভিযোগে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানায় তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের হয়েছিল।

সারাবাংলা/আরডি/এমআই

আত্মসমর্পণ চট্টগ্রামে নাশকতার মামলা নেতাকর্মী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর