Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা


১৮ মার্চ ২০২০ ২১:৫২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আগামী ১৩ দিন চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী ঢুকতে দেওয়া হবে না।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য সচিব হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন- পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আপাতত ৩১ মার্চ পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ থাকবে। তবে ভেতরে প্রাণীদের পরিচর্যাসহ নিয়মিত কার্যক্রম চলবে। ৩১ মার্চের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এছাড়া নগরীর ডবলমুরিং থানার নির্দেশে আগ্রাবাদ জাম্বুরি পার্ক ও কর্ণফুলী শিশুপার্কে দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

করোনাভাইরাস করোনাভাইরাস মোকাবিলা চট্টগ্রাম চিড়িয়াখানা টপ নিউজ বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর