রাতেই অতি প্রবল রূপ নিচ্ছে ইয়াস, পশ্চিমবঙ্গে টর্নেডো
২৫ মে ২০২১ ২০:৫৪
সমুদ্রে দ্রুত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে প্রবল রূপে থাকা ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতেই শক্তি সঞ্চয় করে অতি প্রবল রূপ নিচ্ছে। স্থলভাগ লক্ষ্য করে এর গতিও দ্রুত। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে। দুদেশেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের ভোলা জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়ে প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বেড়েছে সুন্দরবন সংলগ্ন নদীগুলোতেও। এতে ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধগুলো। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও জলোচ্ছ্বাস শুরু হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়, সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামীকাল (২৬ মে ) দুপুর নাগাদ উত্তর-উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে ।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের স্থানীয় পত্রিকাগুলোর খবরে জানা গেছে, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের দিঘা ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল এলাকায় উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।
মঙ্গলবার সন্ধ্যায় হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হালিশহরে ছোটখাটো টর্নেডো হয়েছে বলে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ইয়াসের প্রভাবে টর্নেডো হচ্ছে। রাজ্যবাসী সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় টর্নেডোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সাবধানে থাকুন’। তিনি জানান, চুঁচুড়াতে দেড় মিনিটের একটি টর্নেডোর মত ঘটনা ঘটেছে। ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাণ্ডুয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গিয়েছেন।
ভারতের আবহাওয়া অফিসের বুলেটিন থেকে জানা গেছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে। এর আগে বলা হয়েছিল, কলকাতায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।
-
ইয়াস নিয়ে আরও পড়ুন-
- ‘ইয়াস’ নামটি যেভাবে এলো
- সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ৮ নির্দেশনা
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’, তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু
- চট্টগ্রামে ৫০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত: জেলা প্রশাসন
- ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ
- ইয়াস নিয়ে স্থানীয় সরকারের কন্ট্রোল রুমের নম্বর
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সমুদ্রবন্দরে সতর্কতা
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর গতি হতে পারে ১৯০ কিলোমিটার!
- জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, বিপজ্জনক রূপ নিতে পারে
- ঘূর্ণিঝড় ইয়াস: উপকূলের প্রতিরক্ষায় থাকবে সুন্দরবন
- লঘুচাপটি পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে
- ‘ইয়াস’ মোকাবিলায় ৩ গুণ বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত: প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাব থেকে ফসল রক্ষায় কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ
- ঘূর্ণিঝড় ইয়াস: নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে
সারাবাংলা/আইই