মেঘদলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
৮ নভেম্বর ২০২১ ১০:৩০
ঢাকা: বাংলাদেশি ব্যান্ড মেঘদলের বিরুদ্ধে ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় মামলা প্রত্যাহার করা হয়েছে।
মামলার বাদী আইনজীবী ইমরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম মামলা প্রত্যাহারের আদেশ দেন।
‘গাছপালা-নদী নিয়ে যত ইচ্ছা গান করেন, পালাগান বন্ধ করে দেন’
সোমবার (৮ নভেম্বর) সকালে মামলার বাদী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা প্রত্যাহার করেছেন। তবে,এ বিষয়ে কাউকে কিছু বলতে চান না।
এর আগে, ২৮ অক্টোবর মেঘদল ব্যান্ডের সাত সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।
মামলার আসামিদের মধ্যে ছিলেন: মেঘদলের ভোকাল শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন, গিটারিস্ট- ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামার আমজাদ হোসেন, কিবোর্ডিস্ট তানভির দাউদ রনি, বাঁশিবাদক সৌরভ সরকার।
অভিযোগে বলা হয়, ২৬ অক্টোবর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখার সময় প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মাদ (স.) এর একটি দোয়া বা ইসলামি প্রার্থনা তথা তালবিয়া নিয়ে ইসলামে নিষিদ্ধ বাদ্য বাজনা তথা আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট সহযোগে বিকৃতসুরে গান আকারে অশ্রদ্ধার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে মাতালের ন্যায় গাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
মেঘদলের ১৫ বছর আগের গানে, ‘ধর্মীয় অনুভূতি’র মামলা, তদন্তে পিবিআই
মেঘদলের বিরুদ্ধে করা মামলায় ক্ষুব্ধ বিশিষ্টজনরা
সারাবাংলা/এআই/একেএম