সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে ভর্তি, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
১৯ এপ্রিল ২০২২ ১৬:১৭
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহত কমপক্ষে ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে সংবাদকর্মী ছাড়াও রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের দোকানের কর্মীরাও। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি আহতদের দেখেন এবং তাদের চিকিৎসা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।
আরও পড়ুন- সাংবাদিকদের ওপর চড়াও নিউমার্কেটের ব্যবসায়ীরা
ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, কোনো সংঘর্ষই আমাদের কাম্য নয়। তবু এ ধরনের ঘটনা ঘটলে অনেকে আহত হন। বিভিন্ন জখম নিয়ে আমাদের হাসপাতালে যারা আসছেন, তাদের চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কুইক রেসপন্স টিম তৈরি করা আছে। তারা সব ধরনের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত।
আহতদের শারীরিক অবস্থার কথা জানিয়ে পরিচালক আরও বলেন, ৪০ জনের মতো আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে গুরুতর আহত দুই জন। তাদের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-
- নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ
- শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে নিউমার্কেট আবারও রণক্ষেত্র
- ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে ঢাবি ছাত্রলীগের অবস্থান
- মীমাংসা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে শিক্ষকরাও
- নীলক্ষেতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ, বন্ধ নিউমার্কেট
- বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের
- নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, নিষ্ক্রিয় পুলিশ
- ঢাকা কলেজকে সংহতি, নীলক্ষেত অবরোধ করেছেন ইডেন শিক্ষার্থীরা
- ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষকদের উপস্থিত হওয়ার অনুরোধ
সারাবাংলা/এসএসআর/টিআর