বিজ্ঞাপন

ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান ঢাবি ছাত্রলীগের

April 19, 2022 | 2:11 pm

ঢাবি করেসপন্ডেন্ট

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বলছেন, পুলিশ ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে। এ কারণে তারা শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিক থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকাও দেখা যায়নি।

দুপুর ২টার দিকে নীলক্ষেত, নিউমার্কেট হয়ে সায়েন্স ল্যাব এলাকা ঘুরে দেখা গেছে, সায়েন্স ল্যাব মোড়ে ঢাবির হল শাখা ছাত্রলীগের নেতারা অবস্থান নিয়েছেন। তাদের সঙ্গে ঢাবির বিভিন্ন হল শাখার কয়েকশ নেতাকর্মী রয়েছেন। এছাড়া নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণ সংলগ্ন এলাকাতেও কেন্দ্রীয় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বাদিকদের ওপর চড়াও নিউমার্কেটের ব্যবসায়ীরা

ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক। গত রাতে সংঘর্ষ শুরু হওয়ার পর পুলিশ তেমন কোনো উদ্যোগ নেয়নি। মঙ্গলবার সকাল থেকেও পুলিশের তৎপরতা দেখা যায়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে।

দুপুরের দিকেও থেমে থেমে সংঘর্ষ চলছিল নীলক্ষেত-নিউমার্কেট এলাকায়। এই এলাকা ঘুরে দেখা গেছে, হাজারেরও বেশি ব্যবসায়ী অবস্থান নিয়েছেন নীলক্ষেত প্রান্তের দিকে। সড়কের আইল্যান্ডের লোহার রড ভেঙে হাতে রেখেছেন তারা। টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

ওই সময় ঢাকা কলেজেরও প্রায় এক হাজার শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব মোড় এলাকায় দেখা গেছে। তাদের কাউকে কাউকে চন্দ্রিমা মার্কেটের ওপরে উঠে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ এবং চন্দ্রিমা ও নূরজাহান মার্কেটে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে।

স্থানীয়রাও বলছেন, গোটা ঘটনায় পুলিশের খুব একটা তৎপরতা তারা দেখছেন না। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিতে পারলে এই সংঘর্ষ প্রাণঘাতী হয়ে উঠবে। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। রয়েছেন শিক্ষার্থী এবং নিউমার্কেট এলাকার দোকানের কর্মচারীও।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এএম/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন