Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিফটের দাম বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:৩৫

ঢাকা: দেশের বাজারে আমদানিকৃত লিফটের দাম বাড়বে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

প্রস্তাবনায় বলা হয়েছে, দেশে লিফট এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় শিল্প উদ্যোক্তাগণ লিফট উৎপাদন শিল্পে অধিকহারে বিনিয়োগ শুরু করেছেন। কিন্তু, সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট অ্যান্ড স্কিপ হইস্টস এর ওপর ১ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশীয় শিল্পের প্রসারের স্বার্থে এবং আমদানি নিরুৎসাহিতকরণের লক্ষ্যে লিফট অ্যান্ড স্কিপ হইস্টস পণ্যটি মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপন হতে প্রত্যাহার পূর্বক আমদানি পর্যায়ে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপসহ সর্বমোট করভার ৩১ শতাংশ ধার্যের প্রস্তাব করছি।

আরও পড়ুন-

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

২০২২-২৩ অর্থবছরের বাজেট জাতীয় বাজেট বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর