Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের প্রথম অপারেটর মরিয়ম হাফিজা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২২ ০৮:২৮

ঢাকা: রাত পোহালেই চাকা ঘুরবে স্বপ্নের মেট্রোরেলের। বুধবার ( ২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় এই স্বপ্ন যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে ট্রেনে চড়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। আর ওই সময়ে মেট্রোরেলের অপারেট করবেন মরিয়ম হাফিজা। ট্রেন অপারেটর হিসেবে নিয়োগ দিয়ে তাকে প্রশিক্ষিত করেছে ডিএমটিসিএল।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ট্রেন অপারেটরদের পাশাপাশি স্টেশন কন্ট্রোলার ও মেট্রোরেল অপারেট করবেন মরিয়ম। এসময় অন্যদের মূল দায়িত্ব থাকবে স্টেশন থেকে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের সমন্বয় করা। এই টিমে আরও একজন নারী রয়েছেন। যার নাম আসমা আক্তার।

বিজ্ঞাপন

মরিয়ম ও আসমা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণপ্রাপ্ত। এরপর ঢাকায় ফিরে আরো চার মাস প্রশিক্ষণ নিয়েছেন তারা। উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি- কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা তাদের কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন।

মরিয়ম হাফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। আর আসমা আক্তার রাজধানীর তিতুমীর কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক করেছেন। তিনি স্টেশন কন্ট্রোলার হিসেবে মেট্রোরেলে নিয়োগ পান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের চলাচল শুরু করবে মেট্রোরেল। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর মধ্যে মেট্রোরেল প্রকল্প একটি। মোট ছয় ভাগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

মেট্রোরেল সংক্রান্ত আরও সংবাদ:

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ মরিয়ম হাফিজা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর