বিজ্ঞাপন

রংপুরে ভোট চলছে

December 21, 2017 | 8:09 am

স্পেশাল করেসপন্ডেন্ট, রংপুর থেকে

বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকে ভোটাররা স্বতস্ফূর্ত ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেছেন।

বিজ্ঞাপন

মেয়র পদে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির কাওসার জামান বাবলাসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত এক মেয়াদে রংপুর সিটির মেয়রের দায়িত্ব পালন করে আসা সরফুদ্দীন আহমেদ ঝন্টু এবারও মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। গত নির্বাচনে ঝন্টুর কাছে পরাজিত মোস্তাফিজার রহমান মোস্তফা এবারও জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপির প্রার্থী হয়েছেন গত নির্বাচনে চতুর্থ অবস্থানে থাকা কাওসার জামান বাবলা।

বিজ্ঞাপন

বাকি চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ দশজন পুলিশ ও ১৪জন আনসার সদস্য থাকবে।

৩৩টি ওয়ার্ডেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত হিসেবে কাজ করবে। এ ছাড়া অতিরিক্ত ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সব মিলে পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের মাঠে থাকবে।’

বিজ্ঞাপন

এছাড়া রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এ ছাড়াও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ ও রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোট গ্রহণ উপলক্ষে আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এ নির্বাচনে ৭ জন মেয়র, ৩৩টি ওয়ার্ডে ২১২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটারের জন্য ১৯৩ টি ভোট কেন্দ্রের ১১শ ২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এখন নিরাপত্তার চাদরে ঢাকা আছে সিটি করপোরেশন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। সিটির ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চার স্তরের নিরাপত্তাসহ নগরজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ভোটগ্রহণ সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রচারণা শেষে বহিরাগত নেতারা নির্বাচনী এলাকা ছাড়তে শুরু করেছেন।

সারাবাংলা/এমআই/ একে

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন