বিজ্ঞাপন

কালবৈশাখী ঝড়ে সব রুটে নৌ চলাচল বন্ধ

May 10, 2018 | 11:36 am

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: কালবৈশাখী ঝড়ের কারণে আজ বৃহস্পতিবার (১০ মে) সকাল পৌনে ১১টা থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌ যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার (১০ মে) বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের (ঢাকা নদী-বন্দর) যুগ্ম-পরিচালক আলমগীর কবির সারাবাংলাকে  এই তথ্য জানান।

বুধবার সকাল ১১টার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পেয়েই  সব রুটের ছোট -বড় নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আলমগীর কবির। তিনি জানান, গ্রিন লাইন ও সাব্বির নামে দুইটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এ সময় লঞ্চের কাঁচ ভেঙে এক যাত্রী আহত হন। তবে তার অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা/জেডএফ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন