বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

June 30, 2018 | 12:06 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটাব্যবস্থা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ আহত হয়েছেন আন্দোলনের বেশকয়েকজন নেতাকর্মী। এর মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

শনিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন শুরুর আগেই তাদের ওপর হামলা করা হয়। এতে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।

বিজ্ঞাপন

নুরুল হক নূর ছাড়াও আহতদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতাউল্লাহ, সূর্যসেন হলের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম হোসেন ও আব্দুল্লাহ নামের আরেক শিক্ষার্থী।

আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া নুরুল হক নূর সারাবাংলা’কে বলেন, আামাদের পরবর্তী কর্মসূচি জানানোর জন্য আজকের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল। আজ সকালে সংবাদ সম্মেলন করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, হামলায় আহত ছয় জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে চার জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জন এখনও রয়েছেন হাসপাতালে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন সারাবাংলা’কে বলেন, ছয় জনের মধ্যে সাদ্দাম ও আতাউল্লাহ নামে দু’জনকে ভর্তির জন্য অবজার্ভেশনে রাখা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। বাকি চার জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন