বিজ্ঞাপন

‘কোটা সংস্কার কমিটির তালিকা প্রধানমন্ত্রীর দফতরে’

May 10, 2018 | 5:25 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কার বিষয়ে কমিটির প্রস্তাবিত তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোজাম্মেল হোসেন খান।

বৃহস্পতিবার (১০ মে) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জনপ্রশাসন সচিব বলেন, ‘আমরা কমিটির তালিকা পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর দফতর থেকে সেটি চূড়ান্ত হয়ে এলে তারপর কমিটি গঠন করা হবে।’

বিজ্ঞাপন

গত বুধবার (৯ মে) সচিব ব্রিফিং করে জানান, আগামী রোববারের (১৩ মে) মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি গঠন করবে। কমিটির নেতৃত্বে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি এদিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা পেয়েছি। কমিটির প্রধান হবেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগে কোটাবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ অধিবেশনে বলেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।

বিজ্ঞাপন

কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দাবি কোটা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে গেজেট জারি করা হোক। গেজেট প্রকাশে তারা ৭ মে পর্যন্ত সময় দিলেও নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ হয়নি। বেধে দেওয়া সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় আন্দোলনকারীরা তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন