বিজ্ঞাপন

কয়লা উধাও: দুদকের তদন্ত কমিটি গঠন

July 23, 2018 | 4:13 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বড়পুকুরিয়া কয়লা খনি থেকে এক লাখ ৪২ হাজার টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ জুলাই) এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপ সহকারী পরিচালক তাজুল ইসলাম। আর তদন্ত কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দুদকের পরিচালক কাজী শফিক।

বিজ্ঞাপন

কমিটি গঠনের তথ্য জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলা’কে বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন করে রাখা ১ লাখ ৪২ হাজার টন কয়লা উধাও হয়ে গেছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সমপরিমাণ এই কয়লার বাজার মূল্য ২২৭ কোটি টাকা। এ ঘটনায় খনির শীর্ষ চার কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও এ ঘটনা তদন্তে পেট্রোবাংলার একজন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন