বিজ্ঞাপন

চট্টগ্রামে সিপিবির সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

August 4, 2018 | 8:32 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ শেষে কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ করেছেন সিপিবি নেতারা।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লায় এই হামলার ঘটনা ঘটেছে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিপিবি নগরীর চেরাগি মোড়ে সমাবেশ শুরু করে। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া।

বিজ্ঞাপন

অমৃত বড়ুয়া সারাবাংলাকে জানান, সমাবেশ চলাকালেই ১৫-২০ জন যুবক এসে সমাবেশস্থলের অদূরে অবস্থান নেয়। তারা চার দফা এসে সমাবেশের সঞ্চালক জেলা সিপিবির সদস্য হোসাইন সুমন রবিকে দ্রুত শেষ করার তাগিদ দেন।

ওই যুবক ছাত্রলীগের নেতা-কর্মী দাবি করে অমৃত বড়ুয়া বলেন, ‘তাদের চাপে আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল নিয়ে আন্দরকিল্লা যায়। সেখানে যখন সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হচ্ছিল, তখন তারা আমাদের উপর হামলা করে। আমাদের ব্যানার ও লাল পতাকা কেড়ে নেয়।’

সিপিবির কোতয়ালী থানা কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সিপিবি নেতা প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ সেনসহ কয়েকজনকে কিলঘুষি মারে যুবকরা।

বিজ্ঞাপন

সমাবেশে সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক কানাই লাল দাশ, রেখা চৌধুরী, প্রকৌশলী প্রকাশ ঘোষ, ছাত্র ইউনিয়নের নেতা শাহরিয়ার রাফি বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন