বিজ্ঞাপন

জেএসসি: চট্টগ্রামের পাঁচ জেলায় প্রথমদিন অনুপস্থিত ৩ হাজার

November 1, 2018 | 7:48 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: দেশজুড়ে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) প্রথমদিনে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার ৩ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী অংশ নেননি। চট্টগ্রাম শিক্ষাবোর্ড জানিয়েছে, অনুপস্থিতির হার পৌনে ২ শতাংশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২২৪টি কেন্দ্রে এক লাখ ৮২ হাজার ৪৪৮ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিলো। প্রথমদিনে অংশ নিয়েছে এক লাখ ৭৯ হাজার ২৫২ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সারাবাংলাকে বলেন, ‘প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১৯৬ জন। বিভিন্ন কারণে অনেকে ড্রপ আউট করেছেন। এটা গ্রামগঞ্জে বেশি হয়। সুনির্দিষ্টভাবে কারণ বলা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, চট্টগ্রাম জেলায় এক লাখ ২৫ হাজার ৯৬১ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৮৯০ জন।কক্সবাজার জেলায় ৩০ হাজার ৪৪২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৫৮৫ জন। বান্দরবান জেলায় ৫ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন অনুপস্থিত ছিলেন। রাঙামাটি জেলায় ৯ হাজার ৭৫৬ জনের মধ্যে ২২২ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া খাগড়াছড়ি জেলায় ১ লাখ ৯৩৯ জনের মধ্যে ৩৮৪ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্র আছে ২২৪টি। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৩৩, কক্সবাজারে ৩৩, রাঙামাটি ২৩, খাগড়াছড়ি ২২ ও বান্দরবানে ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন