বিজ্ঞাপন

ডিএনসিসি’কে জবাবদিহিতার মধ্যে আনা হবে: মেয়রপ্রার্থী আতিকুল

February 24, 2019 | 8:06 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তর শাখা আয়েজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপ-নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘যারা সিটি করপোরেশনে কাজ করবে তাদের একটি সুশাসনের মধ্যে আনতে হবে,। যারা থাকবেন তাদের কাজ করতে হবে। যারা থাকবে তাদের অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসতে হবে। ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সুশাসনের কথা। সুশাসনের বড় অংশ হলো জবাবদিহিতা। যদি জবাবদিহিতা থাকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি মনে করি এই সিটি করপোরেশনকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো, ইনশাআল্লাহ।’

‘যদি আমি নগরের দায়িত্বে আসি তাহলে ৪৮ ঘণ্টার মধ্যে যারা যেকোনো সমস্যার সমাধান করতে হবে। কিন্তু যারা সিটি করপোরেশনে কাজ করে, কিন্তু কাজ না করে বারবার মানুষকে কষ্ট দেয়, তাদের থাকার প্রয়োজন নেই’, বলেন আতিকুল।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরও বলেন, ‘আমরা মানুষের সেবা দিতে এসেছি। মানুষের সেবা দেওয়াই এই নৌকার কাজ। দেশকে এগিয়ে নেওয়ার জন্যই এই নৌকা প্রতীক। খেটে খাওয়া মানুষের জন্য এই নৌকা প্রতীক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা ছিল নৌকা। মাননীয় প্রধানমন্ত্রীর মার্কা নৌকা। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই, নৌকার গিয়ার একটাই, সেটা হচ্ছে ফ্রন্ট গিয়ার। ইনশাল্লাহ্‌ এই নৌকাই এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে, এই ঢাকাকে।’

যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাবিনা আক্তার তুহিনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা। এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন